বর্তমান বিশ্বের অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর আনুষ্ঠানিক শিক্ষাজীবন সম্পন্ন হয়েছে বাংলাদেশে। হ্যা অবাক হবেন না, বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল আপনাকে জানাবে এমন তথ্যই!




গুগলের সার্চবারে গিয়ে ‘where did lionel messi study’, ‘lionel messi education’ ইত্যাদি লিখে সার্চ দিলে সবার প্রথমেই গুগল যে তথ্যটি দেখাচ্ছে তা হলো, মেসি বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ে নিজের প্রথমিক শিক্ষা সম্পন্ন করেছেন। তার সহপাঠী হিসেবে বাংলাদেশি অভিনেতা শাকিব খানের কথাও জানাচ্ছে গুগল।





পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নামেও একই প্রশ্ন লিখে সার্চ দিলে আসে, তিনি বাংলাদেশের নোয়াখালীর একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
গুগল এই তথ্যটি সবার ওপরে দেখিয়েছে কারণ, প্রশ্নোত্তর বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট Quora তে কেউ একজন মজার ছলে মেসি-রোনালদোর পড়াশোনা বিষয়ক এক প্রশ্নের জবাবে এই তথ্য লিখে রেখেছে।