উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে স্রেফ উড়ে যাওয়া বার্সেলোনাকে সমালোচনার তীরে বিদ্ধ করেছে স্প্যানিশ গণমাধ্যম। কারো শিরোনামে এই হার “ঐতিহাসিক বিপর্যয়”, কেউ লিখেছে “একটি যুগের বিব্রতকর সমাপ্তি”।
পর্তুগালের লিসবনে শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনাল ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে উড়ে যায় বার্সেলোনা। স্পেনের শীর্ষ দলটির দলটির এমন ভরাডুবি নানা তীর্যক উপমায় শিরোনামে তুলে এনেছে দেশটির গণমাধ্যমগুলো।




বার্সেলোনা ভিত্তিক দৈনিক ক্রীড়া পত্রিকা স্পোর্ত তাদের কাভার পেজে শিরোনাম করেছে “ঐতিহাসিক বিপর্যয়”। প্রতিবেদনে তারা লিখেছে, “হাস্যকর বার্সেলোনা ইউরোপে তাদের সবচেয়ে বড় হারের স্বাদ পেয়েছে; ১২ বছরের মধ্যে প্রথমবারের মতো শোচনীয়ভাবে ট্রফিহীন একটি মৌসুম শেষ করল তারা।”
আরেক পত্রিকা মুন্দো দেপোর্তিভো এই হারকে তাদের কাভার পেজে “একটি যুগের বিব্রতকর শেষ” আখ্যা দিয়েছে। লিখেছে, বার্সেলোনা কোচ কিকে সেতিয়েনকে দ্রুত বরখাস্ত করা হবে এবং ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ খুব শিগগিরই নির্বাচনের ঘোষণা দিবেন।




স্পোর্তের মতো একই শিরোনাম দিয়ে জাতীয় দৈনিক এএস লিখেছে, “বায়ার্নের বিপক্ষে ম্যাচের বিপর্যয় ক্লাবটির সব পর্যায়ের সংকট তুলে ধরেছে।”