তৃতীয় বেলজিয়ান ফুটবলার হিসেবে ইংলিশ ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়ার কৃতিত্ব দেখালেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডে ব্রুইন।
OFFICIAL: Kevin De Bruyne has been named Premier League Player of the Season for 2019-20 ? pic.twitter.com/Vv381nbjoO
— Goal (@goal) August 16, 2020
ইংল্যান্ডের প্রথম বিভাগের লিগের বর্ষসেরা ফুটবলার হিসেবে আজ বেলজিয়ান এই তারকার নাম ঘোষণা করা হয়।




শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে সি ব্রুইন ছিলেন উজ্জ্বল। ইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ ২০ অ্যাসিস্ট করে বসেন আগে থেকেই রেকর্ডটির মালিক থিয়েরি অঁরির পাশে। পাশাপাশি ১৩টি গোলও করেন ২৯ বছর বয়সী এই তারকা।
গত ৯ আসরে তৃতীয় বেলজিয়ান হিসেবে পুরস্কারটি জিতলেন ডি ব্রুইন। এর আগে এই পুরস্কার জিতেছিলেন ভিনসেন্ট কোম্পানি ও এডেন হ্যাজার্ড।




বর্ষসেরার দৌড়ে ডি ব্রুইন এবার পেছনে ফেলেন লিভারপুলের তিন খেলোয়াড় জর্ডান হেন্ডারসন, সাদিও মানে ও ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, সাউথ্যাম্পটনের ড্যানি ইঙ্গস, বার্নলির গোলরক্ষক নিক পোপ ও গোল্ডেন বুটজয়ী লেস্টার সিটি স্ট্রাইকার জেমি ভার্ডিকে।