দুই দিন আগেই ম্যানচেস্টার সিটির হয়ে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন স্প্যানিশ তারকা মিডফিল্ডার ডেভিড সিলভা। দশ বছর সিটির সুখে দুঃখে অংশীদার থাকা সিলভার প্রতি এবার বিরল সম্মান জানাতে যাচ্ছে ম্যান সিটি কর্তৃপক্ষ। সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামের ঠিক বাইরে ডেভিড সিলভার নামে একটি ভাষ্কর্য স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সিটিজেনরা।
দশ বছরের সম্পর্ক ছিন্ন করে ক্লাব ছাড়ার ঘোষণা চলতি মৌসুমেই দিয়েছিলেন সিলভা। প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে তাকে আবেগঘন বিদায়ও দিয়েছিলেন সতীর্থেরা। গার্দিওলা বলেছিলেন, দর্শকভরা স্টেডিয়ামে সিলভাকে সত্যিকারের বিদায় দিতে চায় সিটি।




গতকাল সিটি চেয়ারম্যান বলেন, সিলভাকে সর্বোচ্চ সম্মানই দিতে চায় ক্লাব। সেজন্য তার নামে একটা ভাস্কর্য গড়া হবে, যেটা উন্মোচন করা হবে ২০২১ সালে। সিলভার সঙ্গে ভাস্কর্য থাকবে গত মৌসুমে ক্লাব ছাড়া সিটির আরেক কিংবদন্তি ভিনসেন্ট কোম্পানিরও। সেই সঙ্গে একটা মাঠের নামও থাকছে সিলভার নামে।
২০১০ সালে যোগ দেওয়ার পর সিটির হয়ে মোট ১৪টি শিরোপা জিতেছেন সিলভা, এর মধ্যে আছে চারটি প্রিমিয়ার লিগ। ক্লাবের হয়ে সর্বমোট ৪৩৪টি ম্যাচ খেলেছেন তিনি।



