ক’রোনা ভাইরাসের আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের বাবা মহিউদ্দিন খন্দকার (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন) ।




গত ৩ আগস্ট ক’রোনা পজিটিভ হয়ে ঢাকার সিএমএইচে ভর্তি করানো হয় রুবেলের বাবাকে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে আইসিসিউতে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেলের বাবা। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
বাবা ক’রোনা পজিটিভ বাবার সেবা করতেন গিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রুবেল নিজেও। তবে ব্রেন টিউমার জয়ী রুবেল ক’রোনাকেও প্রতিরোধ করেন। জয়ী হন এই ভাইরাস বিরুদ্ধে।




৩৮ বছর বয়সী মোশাররফ বর্তমানে জাতীয় দলের বাইরে থাকলেও নিয়মিত ঘরোয়া আসরে খেলে থাকেন। ২০০৮ সালে জাতীয় দলের অভিষেক হয় তার। পরবর্তীতে আট বছর পর আবারো জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পান তিনি।
কিন্তু দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি এই স্পিনার। গেল বছর ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন মোশাররফ। এরপর অস্ত্রোপচার করিয়ে সুস্থ হন তিনি।