দেশের বেশ কিছু স্টেডিয়ামে বিসিবির তত্ত্বাবধানে অনুশীলন করছেন ক্রিকেটাররা। এর মধ্যে একটি হলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সবুজ পাহাড়টিলা আর নয়নাভিরাম চা বাগানের মনোরম পরিবেশ বেষ্টিত এই স্টেডিয়ামটির প্রাকৃতিক সৌন্দর্যে এমনিতেই যেকেউই মুগ্ধ হবেন। তবে এবার এই স্টেডিয়ামের সুযোগ – সুবিধাতে মুগ্ধ হয়েছেন জাতীয় দলের পেসার আবু জায়েদ রাহি।




সিলেটের এই স্টেডিয়ামে চার বোলার বিসিবির ব্যবস্থাপনায় একক অনুশীলন করছেন। রাহি ছাড়াও তালিকায় আছেন ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও নাসুম আহমেদ। সিলেট ভেন্যুতে অনুশীলনের দারুণ সুযোগ-সুবিধায় উজ্জীবিত এ টাইগার পেসার।
বিসিবির মাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় রাহি বলেন, ‘আমরা চারজন আলাদা আলাদা সময়ে অনুশীলনের সুযোগ পাচ্ছি। গ্রাউন্ডসম্যানদের যখনই উইকেট দিতে বলেছি, তারা বৃষ্টির মাঝেও দিয়েছে। জিম ফ্যাসিলিটিজও ভালো, সব মিলিয়ে মাঠের যে পরিবেশ ও সুযোগ সুবিধা, আমার কাছে মনে হয় অসাধারণ।’




অনুশীলনে স্বাস্থ্যবিধি মানার কথা জানিয়ে রাহি যোগ করেন, ‘স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে মাঠে প্রবেশ করছি, গ্রাউন্ডসম্যানরা সবাই মাস্ক ব্যবহার করছে। আর যদি সামাজিক দূরত্বের কথাও বলেন, সেটাও ভালো। ।’