ক’রোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সদ্যই বার্সেলোনায় যোগ দেয়া মিরেলাম পিয়ানিচ। আনুষ্ঠানিক এক বিবৃতিতে তার আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।
চলতি ট্রান্সফার মৌসুমেই জুভেন্টাস থেকে বার্সেলোনায় নাম লেখান পিয়ানিচ। যদিও চুক্তির শর্ত অনুযায়ী সদ্য সমাপ্ত মৌসুমের পুরোটায় জুভেন্টাসের হয়েই মাঠ মাতান তিনি।































জুভেন্টাস থেকে বার্সেলোনায় যোগ দিলেও এখনও আনুষ্ঠানিক ভাবে পিয়ানিচকে নিজেদের মাঠে হাজির করেনি কাতালান জায়ান্টরা।
এই মুহুর্তে নিজ দেশ বসনিয়ায় বাড়িতে আইসোলেশনে আছেন এই ফুটবলার। শরীরে করোনার গুরুতর কোন লক্ষণ নেই বলেও নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।








































বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে অন্তত দুই সপ্তাহ পর বার্সেলোনায় আসবেন ৩০ বছর বয়সি এই মিডফিল্ডার। এই সময়ের আগেই অবশ্য ক’রোনা নেগেটিভ হতে হবে পিয়ানিচকে।