ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দুই টেস্ট খেলে ইতিমধ্যে সিরিজে পিছিয়ে আছে পাকিস্তান। চলতি তৃতীয় টেস্টেও ফলো অনে পড়েছে সফরকারীরা। অথচ এর আগে দেশের মাটিতে টি-টোয়েন্টির পাশাপাশি টেস্টেও বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান।
কিন্তু ইংলিশদের মাটিতে গিয়ে এমন পারফরম্যান্সে পাকিস্তানের কোচিং স্টাফদের উপর ক্ষোভ প্রকাশ করছেন দেশটির সাবেক অধিনায়ক আমির সোহেল। সেই সাথে বাংলাদেশের প্রসঙ্গ টেনে বলছেন, বাংলাদেশ বা ছোট দলগুলির বিপক্ষে জিতে আনন্দে মাতলে সেটা পাকিস্তানের লজ্জার ব্যাপার।
সোহেলের ভাষায়, “বাংলাদেশ বা ছোট দলগুলির বিপক্ষে জিতে… অবশ্য বাংলাদেশকে এখন আর ছোট দল বলা যায় না, ভালো হয়ে গেছে… এদের বিপক্ষে জিতে আনন্দে মাতলে তা লজ্জার ব্যাপার। সবাইকে নিজের দায়িত্ব পালন করতে হবে। আমাদের ক্রিকেট এগোচ্ছেই না। আধ কদম এগোলে ছয় কদম পেছনে চলে যায়।”
কোচিং স্টাফদের নিয়ে তিনি আরও বলেন, “আপনাকে যখন নিয়োগ দেওয়া হয়েছে, পয়সা পাচ্ছেন কাজের জন্য, সেটির ন্যায্যতা প্রমাণ করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন ধরে পাকিস্তান দলের সঙ্গে যারা আছে (কোচিং স্টাফে), দেখানোর মতো তাদের কিছুই নেই।”