বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রথম পছন্দের দল আর্জেন্টিনা। সেই ম্যারাডোনা থেকে শুরু বর্তমানে তার প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। মাঠের ফুটবলে যখন আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল তখন আর্জেন্টিনা ভক্ত মাশরাফির কাছে চিরশত্রু জার্মানি। তাইতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ব্রাজিল সমর্থক না হয়েও পিএসজির হারে নেইমারের জন্য কষ্ট লেগেছে মাশরাফির। আর জার্মান জায়ান্ট বায়ার্নের শিরোপা উৎসবকে কোনভাবেই মানতে পারছেন না এই ক্রিকেটার।
ব্রাজিলের চাইতেও জার্মানি মাশরাফির শত্রু হওয়ার পেছনে রয়েছে দুটি কারণ। মাশরাফির ছেলেবেলার প্রথম হিরো যে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা, তাকে ১৯৯০ সালে আর বর্তমান সময়ের প্রিয় খেলোয়াড় লিওনেল মেসিকে ২০১৪ সালে বড় কষ্ট দিয়েছেন জার্মানরা। আর এই চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে মাশরাফির প্রিয় দল বার্সেলোনাকে জার্মানির ক্লাব বায়ার্ন হারিয়েছে লজ্জাজনকভাবে। তাই স্বাভাবিকভাবেই জার্মান ফুটবলকে খুব একটা পছন্দ করেন না মাশরাফি। যেকারণে বায়ার্নের চ্যাম্পিয়ন্স লিগ জয়কে মেনে নিতে কষ্ট হচ্ছে নড়াইল এক্সপ্রেসের।
এ নিয়ে ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে হতাশা প্রকাশ করেন। আলাদা করে তার ব্যাখ্যাটাও দারুণভাবে দিয়েছেন মাশরাফি।
নিজের ফেইসবুক আইডিতে মাশরাফি লিখেছেন, ‘একটা ম্যাচ শেষে কতো ভালো এবং খারাপ লাগা কাজ করছে…
১-একজন আর্জেন্টিনার ফুটবল সমর্থক হিসাবে ডি মারিয়ার হার এতটুকুও খারাপ লাগেনি।
২-এমবাপের গতির কাছে আর্জেন্টিনার শেষ বিশ্বকাপের বিদায় এখন চোখে ভাসে তাই ওর জন্যও খারাপ লাগেনি এতটুকুও।
৩-লেভানদভস্কি বা মুলার কারও উৎযাপনও নিতে পারছিনা।
৪-আবার ব্রাজিলের সমর্থক না হয়েও নেইমারের জন্য অস্থির লাগছে। মনে হচ্ছে ও পেলে খুব ভালো লাগতো।
৫-পরে বুঝতে পারলাম এটাই মূল কারণ যে জার্মানির কোন জয় আমি নিতে পারি না। কারণ আর্জেন্টিনা ওদের কাছে ধরা।’