নেইমারদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। জার্মান জায়ান্টের কাছে হেরে অঝোরে কেঁদেছেন নেইমার। ম্যাচ শেষে প্রতিপক্ষকে পিএসজি এই সুপারস্টার অভিনন্দন জানাতে গিয়ে ভুল টুইট করে উঠে এসেছেন আলোচনায়। এক টুইটে, বায়ার্নের পরিবর্তে ‘বায়ার’কে কৃতিত্ব তো দিয়েছেনই, পরবর্তীতে সেই ভুল ঠিক করেননি!
রবিবার রাতে লিসবনে থমাস মুলারদের বিপক্ষে ০-১ গোলে হেরে যান নেইমাররা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন কিংসলে কোমান। নেইমার প্রথমার্ধে বার কয়েক সুযোগ সৃষ্টি করলেও শেষ ৪৫ মিনিটে নিজেকে খুঁজেই পাননি।
ম্যাচের হতাশায় ভেঙে পড়া নেইমারকে কাঁদতে দেখা গেছে। নিজেকে সামলে নিয়ে কয়েক ঘণ্টা পর টুইটে লেখেন, ‘হার তো খেলারই অংশ। আমরা সবভাবে চেষ্টা করেছি, শেষ পর্যন্ত লড়েছি। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। এবং বায়ারকে ধন্যবাদ। ’
বায়ার বলতে সাধারণত বায়ার লেভারকুসেনকে বোঝায়। পর্তুগীজ ভাষার ওই স্ট্যাটাসে তিনি মূলত ভুল করে ‘ন’ বাদ দিয়েছেন।
এমন অভিনন্দন পেয়ে বায়ার লেভারকুসেন আবার প্রতিক্রিয়া জানিয়েছে। দলটি তাদের স্প্যানিশ অ্যাকাউন্টে এভাবে মন্তব্য করেছে, ‘জানি না, কেন আপনি আমাদের অভিনন্দন জানাচ্ছেন, কিন্তু ধন্যবাদ।’
Perder faz parte do esporte, tentamos de tudo, lutamos até o final. Obrigado pelo apoio e carinho de cada um de vocês ?? e PARABÉNS ao BAYER ??
— Neymar Jr (@neymarjr) August 23, 2020