চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বিধস্ত হয় বার্সেলোনা। যার কারণে গুঞ্জন উঠেছে বার্সেলোনা ছাড়ছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আর তাতেই নড়েচড়ে বসেছে বিশ্বের জায়ান্ট ক্লাবগুলো। মেসিকে দলে পেতে মুখিয়ে আছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
গতকাল বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ১-০ তে হেরেছে পিএসজি। এই ম্যাচের পর পিএসজি থেকে বিদায় নিয়েছে থিয়াগো সিলভা ও এরিক ম্যাক্সিম কুপো-মোটিংরা। আর তাই দলকে আরও শক্ত বানাতে মেসিকে দলে চান পিএসজির কোচ টমাস টুখেল।
মেসিকে নিয়ে তিনি বলেন, “তাকে (মেসি) এখানে অনেক স্বাগতম। আমরা অনেক খেলোয়াড়দের এবার হারিয়েছি। এখন থিয়াগো সিলভা ও এরিক ম্যাক্সিম কুপো-মোটিংকে হারাচ্ছি। আমাদের স্কোয়াডকে বড় করতে ট্রান্সফার উইন্ডোর সঠিক ব্যবহার করতে হবে।”
“কোনও বিরতি ছাড়াই আমাদের ক্যাম্পেইন শুরু করার দাবি রাখে। আমাদের একটি শক্তিশালী, আরও শক্তিশালী স্কোয়াড তৈরি করা দরকার। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এ সময়ের মধ্যে কোনো ট্রান্সফার নিয়ে কথা বলবো না। আমরা সামনের দিনে একত্র হবো। আমরা আমাদের দিক থেকেই স্কোয়াডকে উন্নত করতে হবে।”– যোগ করেন টুখেল।
এছাড়া মেসিকে মি. বার্সেলোনা আখ্যা দিয়ে পিএসজি কোচ বলেন, “কোন কোচ মেসিকে না করবে? আমার মনে হয় মেসি তার ক্যারিয়ার বার্সেলোনায় শেষ করবে। কারণ সেই মিস্টার বার্সেলোনা।”