বার্সা ছেড়ে ধাঁরে বায়ার্ন মিউনিখে খেলা ফিলিপ কুটিনহোকে আসছে মৌসুমের জন্য নিজের পরিকল্পনায় রেখেছেন কাতালান ক্লাবটির সদ্য নিয়োগ পাওয়া কোচ রোনাল্ড কোম্যান।
এক মৌসুম আগেই বার্সেলোনা থেকে বায়ার্নে নাম লিখিয়েছিলেন কুটিনহো। দলের সাথে নিজেকে ঠিকমতো খাপ খাইয়ে নিতে না পারায় দক ছাড়তে হয়েছিলো এই ব্রাজিলিয়ান তারকাকে।











































বায়ার্নের হয়ে নিজের আসল রূপে আবারও আবির্ভুত হওয়ায় কুটিনহোকে আবারও কাতালান ক্লাবটিতে দেখতে চান বার্সার নতুন কোচ কোম্যান।
রবিবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজিকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। ইউসিএলের ফাইনালে বদলি হিসেবে নামলেও গোলের দেখা পাননি কুটিনহো।
























































পিএসজি মহারনের পর কুটিনহোর ভবিষ্যত নিয়ে কথা বলেন কোম্যান। মুঠোফোনে যোগাযোগ স্থাপন করে তাকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য অভিনন্দন নিজের পরিকল্পনার কথা জানান।
কুটিনহোকে আগামী মৌসুমে বার্সালোনাতেই রাখতে চান কোম্যান। তার ক্লাব ছাড়ার গুঞ্জনের মধ্যে কোচের চাওয়ার কারণে হয়তো আরো এক মৌসুম তাকে বার্সালোনাতে দেখা যেতে পারে। যদি এই সময়ে নিজেকে প্রমান করতে পারেন তাহলে হয়তো হয়ে যেতে পারেন স্থায়ী সদস্য।























































