বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যানের পরিকল্পনায় নেই দলটির নাম্বার নাইন লুইস সুয়ারেজ। মেসির সাথে আলোচনা করেই উরুগুইয়ান এই তারকার ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বার্সা বস।
গত মৌসুমের প্রায় পুরোটা সময় জুড়েই ফিটনেস ইস্যুতে ভুগছিলেন সুয়ারেজ। আর তার অফ ফর্মের কথা বলতে গেলে তা প্রায় দেড় বছর তো হবেই।































সোমবার কাতালান রেডিও স্টেশন আরসিওয়ান কর্তৃক প্রকাশিত খবর অনুযায়ী, কোম্যান ইতোমধ্যেই সুয়ারেজকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। মুঠোফোনে ডাচ ও বার্সার এই কিংবদন্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন আসছে মৌসুমের জন্য তার করা পরিকল্পনাতে থাকছেন না সুয়ারেজ।
যদিও এখনো বর্তমান চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি আছে তারপরও হয়তো এই মৌসুমেই ক্লাব ছাড়তে হতে পারে সুয়ারেজকে।








































দলে থাকার ব্যাপারে সুয়ারেজ আত্মবিশ্বাসী হলেও কোম্যানের অনীহা এবং আয়াক্সের চাওয়াতে হয়তো নতুন মৌসুমে আবারও নিজের সাবেক ক্লাবে দেখা যাবে এই উরুগুইয়ান তারকাকে।