দীর্ঘ পাঁচ মাস পর মুক্তি পেয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। এতদিন তিনি ও তার বড় ভাই প্যারাগুয়ের একটি হোটেলে গৃহবন্দী অবস্থায় ছিলেন।
করোনাভাইরাস মহামারি আকার ধারন করার ঠিক কয়েকদিন পূর্বে পাসপোর্ট জালিয়াতির অভিযোগে প্যারাগুয়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন রোনালদিনহো এবং তার ভাই রবার্তো অ্যাসিস।











































প্রাক্তন বার্সেলোনা ও ব্রাজিল তারকা রোনালদিনহো প্রায় পাঁচ মাস পর প্যারাগুয়ের হোটেলে গৃহবন্দি থেকে মুক্তি পেয়েছেন।
এক মাসেরও বেশি সময় কারাগারে কাটাঁকর পর গত এপ্রিল মাসে প্যারাগুয়ের একটি হোটেলে তাদেরকে গৃহবন্দি করে রাখার নির্দেশ দেয় স্থানীয় একটি আদালত।
























































তবে আজ রোনালদিনহো এবং তার ভাইকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি দেয়া হয়েছে ।
যদিও এমনি এমনিতেই মুক্তি মেলেনি বার্সা এবং ব্রাজিলের সাবেক এই কিংবদন্তির। এর জন্য রোনালদিনহো এবং তার ভাইকে প্রায় ২ লাখ ডলার জরিমানাও গুনতে হয়েছে।























































