একেবারে শুরু থেকে এবারের চ্যাম্পিয়ন্স লিগে একক আধিপত্য দেখিয়ে শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। সবগুলো ম্যাচে জয়লাভ করে অন্য রেকর্ডও গড়েছে বাভারিয়ানরা। এবার উয়েফা কর্তৃক ঘোষিত মৌসুমের সেরা একাদশেও একক দাপটের দেখা মিললো।
Here it is.
Our 2019-20 Champions League Team of the Season ? pic.twitter.com/WTbMpfl8Sg
— Goal (@goal) August 24, 2020
জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের খেলোয়াড়দের আধিপত্যের তোপে গোল ডটকমের করা সেরা একাদশে জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মতো বিশ্বসেরা তারকাদের।































অবশ্য মাঠের খেলা বিবেচনা করলে ত্রা কতটুকু সেরা একাদশে থাকার যোগ্য সেটা নিয়ে তর্ক হতেই পারে। তাদের ব্যক্তিগত ও দলগত হতাশাজনক পারফরম্যান্সের কারণেই জায়গা পাননি সেরা একাদশে।
দীর্ঘ প্রায় দেড় দশক পরে ১৫ দুই মহাতারকাকে ছাড়া হয়েছে ফাইনাল। এবার চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশেও জায়গা হল না তাদের। তবে জায়গা পেয়েছেন আরেক বিশ্বসেরা তারকা নেইমার দ্য সিলভা সান্তোস জুনিয়র।








































সেরা একাদশের মধ্যে ৮ জনই বায়ার্নের। একজন করে ফুটবলার যায়গা পেয়েছে পিএসজি বরুসিয়া ডর্টমুন্ড এবং লাইপজিগের।
গোলরক্ষক
ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন)
রক্ষণভাগ
জশুয়া কিমিখ (বায়ার্ন), দায়োত উপামেকানো (লাইপজিগ), ডেভিড আলবা (বায়ার্ন), আলফনসো ডেভিস (বায়ার্ন)
মধ্যমাঠ
থিয়াগো আলকানতারা (বায়ার্ন), থমাস মুলার (বায়ার্ন),
আক্রমনভাগ
সার্জে গ্যানাব্রি (বায়ার্ন), নেইমার দ্য সিলভা (পিএসজি), এর্লিং হালান্ড (বরুসিয়া), রবার্ত লেভানডোফোস্কি (বায়ার্ন)।