প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া লঙ্কান প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে পাকিস্তানের মালিকানাধীন দলকে। ইতোমধ্যে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে নাকি সবধরনের আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে। শুধু অফিসিয়াল ঘোষণা বাকি। এমনটাই দাবি করেছে পাকিস্তানি গণমাধ্যম।
পাকিস্তানের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকেট পাকিস্তান’ জানাচ্ছে, পাকিস্তানের মালিকানাধীন এই দলটি খুব দ্রুতই যুক্ত হতে পারে যার মালিক ক্রিকেট সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে। ইতোমধ্যেই এই দলটির আইকন ক্রিকেটার হতে আগ্রহ দেখিয়েছেন পাকিস্তানের তিন তারকা ক্রিকেটার, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজ।
পাঁচ দল নিয়ে ২৮ আগস্ট শুরু হওয়ার কথা ছিল এলপিএল। দলগুলো হলো ডাম্বুলা হকস, জাফনা কোবরা, কলম্বো লায়ন্স, গল ডলফিনস, ক্যান্ডি টাস্কার্স । ২৩ ম্যাচের টুর্নামেন্টটিতে প্রতি দল অন্তত ৮ টি ও সর্বোচ্চ ১০ টি করে ম্যাচ খেলতে পারে। তবে পাকিস্তানের নতুন দল যুক্ত হলে ম্যাচ সংখ্যা আরো বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, ক’রোনা ভাইরাসের কারণে প্রায় দুই মাস পিছিয়ে গেছে এলপিএল। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে এবারের আসর।