অবশেষে গুঞ্জনই সত্য হলো। শ্রীলঙ্কা সফরের আগেই নয়া কোচ পেলের মুমিনুলরা। নিল ম্যাকেঞ্জির বিদায়ের পর টাইগারদের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও কোচ ক্রেইগ ম্যাকমিলান।
আজ (মঙ্গলবার) এক মেইল বার্তায় ৪৩ বছর বয়সী ম্যাকমিলানকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অক্টোবরে লঙ্কা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, শুধুমাত্র এই সফরেই দায়িত্ব পালন করবেন তিনি।
নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে লম্বা সময় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন ম্যাকমিলান। তার সময়ে ২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠে কিউইরা। ২০১৯ আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের ফিল্ডিং কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে ম্যাকমিলানের।
নিউজিল্যান্ডের ক্রিকেটেও ব্যাট হাতে তার পরিসংখ্যানটা বেশ মানানসই। ১৯৯৭ সালে অভিষেকের পর ২০০৭ সাল পর্যন্ত, এক দশকে নিউজিল্যান্ডের পক্ষে ৫৫ টেস্টে ৩,১১৬, ওয়ানডেতে ১৯৭ ম্যাচে ৪,৭০৭ ও ৮ টি টি-টোয়েন্টি তে ১৮৭ রান করেছেন ম্যাকমিলান।