বার্সেলোনার সাবেক সভাপতি হুয়ান লাপোর্তার কাছে মনে হচ্ছে মেসিকে বিক্রি করে দিতে চাইছে কাতালান ক্লাবটি। ক্লাবটির আচরণের দিকে ইঙ্গিত করে এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
নতুন কোচ রোনাল্ড কোম্যান আসার পর থেকেই কাতালান ক্লাব এফসি বার্সালোনাতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। কোচের আগামী মৌসুমের পরিকল্পনায় যারা থাকছেন না তাদেরকে সরাসরি বলে দিচ্ছেন ক্লাব ছাড়ার জন্য এবং নতুন ক্লাব দেখার জন্য।
কিছুদিন পূর্বেই দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই চারজন তারকাকে ফোনেই নতুন ক্লাব দেখতে বলে দিয়েছেন কোম্যান। তাদের মধ্যে একজন হচ্ছেন সুয়ারেজ। এতেই বেজায় ক্ষেপেছেন সাবেক সভাপতি হুয়ান লাপোর্তা।
তিনি বলেন, “তারা সুয়ারেজকে ফোনে বলে দিয়েছে যে, তাকে দরকার নেই আগামী মৌসুমে। এই ধরণের আচরণ খেলোয়াড়দের প্রতি অসম্মান। এটি কাপুরুষতা ও খেলোয়াড়দের প্রতি অসম্মান বলেই মনে হচ্ছে।”
ক্লাবের আচরণ দেখে লাপোর্তার মনে হচ্ছে তারা লিওনেল মেসিকেও বিক্রি করে দিতে চাচ্ছে। সাবেক এই সভাপতি বলেন, “ক্লাব যে আচরণ করছে সেটা অগ্রহনযোগ্য। আমার মনে হচ্ছে তারা লিওনেল মেসিকেও বিক্রি করে দিতে চায়। এটা হবে ঐতিহাসিক ভুল।”