টেস্ট ক্রিকেট ইতিহাসের একমাত্র পেসার হিসেবে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি তিনিই ছিলেন। এবার একমাত্র পেসার হিসেবে টেস্টে ‘ছয়শো’ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন।
আজ (২৫ আগস্ট) মঙ্গলবার পাকিস্তানের অধিনায়ক আজহার আলিকে আউট করে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। সাউদাম্পটনে ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্টে এমন রেকর্ড গড়েন ৩৮ বছর বয়সী এই পেসার।
সাদা পোশাকে অ্যান্ডারসন ইংল্যান্ডের পক্ষে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারী। ১৫৬ টেস্ট খেলে ২৯১ ইনিংসে ৬০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। যেখানে চার উইকেট ২৭ বার, পাঁচ উইকেট ২৯ বার ও দশ উইকেট নিয়েছেন ৩ বার।
টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় অ্যান্ডারসনের উপর যারা আছেন তারা সবাই স্পিনার। শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ১৩৩ ম্যাচে ৮০০ উইকেট, অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট ও ভারতের অনিল কুম্বলে ১৩২ টেস্টে ৬১৯ উইকেট নেন।
এক নজরে টেস্টে সর্বোচ্চ ১০ উইকেট শিকারীর তালিকা–
THE GREATEST!! ? pic.twitter.com/eid6wGKKEW
— England Cricket (@englandcricket) August 25, 2020