নতুন কোচ হিসেবে বার্সেলোনায় যোগ দেয়ার ঠিক পরেরদিনই দলপতি লিওনেল মেসির সাথে আলোচনায় বসেন রোনাল্ড কোম্যান। শুক্রবারের আলোচনায় মেসিকে কড়া কিছু কথা বলেছিলেন ডাচ কোচ। যা শুনে তাৎক্ষণিক ক্লাব পাল্টানোর মতো কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন আর্জেন্টাইন এই তারকা।
কোম্যান মেসিকে তার নতুন পরিকল্পনা দিয়ে বুঝিয়ে শুনিয়ে ধরে রাখার চেষ্টায় করেছিলেন। তার নতুন কৌশলে আর্জেন্টাইন ফরোয়ার্ড যে হবেন মূলঅস্ত্র, সেটা অধিনায়ককে বোঝানোর চেষ্টা ছিলো কোম্যানের।
ডেপোর্টেস কুতারোর মতে, কোম্যানের সঙ্গে মেসির আলোচনা হিতে বিপরীত হয়েছে। কোচের কথা শুনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা।
কোম্যান নাকি মেসিকে বলেছেন, “এতদিন বার্সায় যেসব সুবিধা পেয়ে এসেছো, সেসব ভুলে যেতে হবে তোমাকে। এখন থেকে যা করতে হবে সবকিছুই হবে বার্সা কেন্দ্রিক।”
“আমি নমনীয় হবো না, আর তোমাকে সবসময়ই দলকে নিয়ে চিন্তা করতে হবে।”
নতুন কোচের এমন আচরণ পছন্দ হয়নি মেসির। অতীতে যত কোচের সংস্পর্শে এসেছেন কেউই কখনো মেসির উপর ছড়ি ঘোরাতে চাননি, যেটা এখন চাইছেন কোম্যান।
স্প্যানিশ ক্লাবটির হয়ে আগামী মৌসুমে খেলতে হলে অনেকটাই একা হয়ে পড়বেন বার্সা অধিনায়ক। এতদিন যাদের পাশে পেয়েছেন সেই সুয়ারেজ, পিকে, সার্জিও বুস্কেটসদের ক্লাব খুঁজে নেয়ার কথা জানিয়ে দিয়েছেন নতুন কোচ।
এভাবে বার্সায় একা একা থাকার চেয়ে নতুন ঠিকানায় যাওয়াকে শ্রেয় ভেবেছেন ২০ বছর ধরে কাতালান ক্লাবটিকে ধ্যান-জ্ঞান করা ৩৩ বছর বয়সী মেসি।