ফুটবলের জাদুকর বলা চলে লিওনেল মেসিকে। তার খেলায় মুগ্ধ বিশ্বের ফুটবলপ্রেমীরা। জার্মানির শক্তিশালী ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে নাস্তানাবুদ হয়ে প্রিয় ক্লাব বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন এই তারকা। ১৬ বছর বার্সেলোনায় প্রাণ ভোমড়া হয়েছিলেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। কতো শত অর্জনের গল্পের জন্ম দিয়েছেন স্প্যানের ক্লাবটির হয়ে।
হঠাৎ বার্সেলোনা ছেড়ে দেয়ার ঘোষণা কিছুতেই মেনে নিতে পারছেন না ভক্তরা। আর মেসির বিদায়ে দলবদল নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা। এমনকি মেসিকে দলে নিতে চায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস! সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মজার বার্তা দিয়েছেন দুই দল।
[আরও পড়ুন- বার্সা ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন মেসি]
কলকাতা নাইট রাইডার্স তাদের অফিশিয়াল টুইট বার্তায় লিখেন, “মিস্টার মেসি বেগুনি-সোনালি জার্সিটা গায়ে চাপালে কেমন হয়?” যদিও মজার ছলে বলেছেন তারা।
Mr. #Messi, How about donning the Purple and Gold? ?? https://t.co/oplGLuxpFC pic.twitter.com/QSoJpsRsWi
— KolkataKnightRiders (@KKRiders) August 26, 2020
এছাড়া দিল্লি ক্যাপিটালস লিখেছেন, “এই গুঞ্জনের সময়ে দিল্লি ক্যাপিটালস এটা জানাচ্ছে যে লিওনেল মেসির জন্য নিলাম করা হয়নি।”
? ANNOUNCEMENT ?
In light of recent rumours, Delhi Capitals would like to confirm that a bid for #LionelMessi has not been made.
— Delhi Capitals (Tweeting from ??) (@DelhiCapitals) August 26, 2020