টি-টোয়েন্টি ইতিহাসে একমাত্র বোলার হিসেবে আন্তর্জাতিক ও ঘরোয়া ফরম্যাট মিলিয়ে ‘৫০০’ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ডোয়াইন ব্রাভো। আজ নিজ দেশের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এমন রেকর্ড গড়েন এই উইন্ডিজ ক্রিকেটার।
আজ (২৬ আগস্ট) সিপিএলে ব্রাভোর দল ত্রিনবাগো নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল সেন্ট লুসিয়া জোকসের সাথে। আর আসরের ১৩ তম ম্যাচে লুসিয়ার ওপেনার রাখিম কর্নওয়ালকে টি-টোয়েন্টিতে ৫০০ তম উইকেট হিসেবে শিকার করেন ৩৬ বছর বয়সী এই পেসার।
ক্যারিয়ারের ৪৫৯ তম টি-টোয়েন্টি ম্যাচে এমন রেকর্ড গড়েন ব্রাভো। এদিকে ৫০০ উইকেট তো দূরে থাক ব্রাভো ছাড়া ৪০০ উইকেটেরও মাইলফলক স্পর্শ করতে পারেননি কোন বোলার। তবে ব্রাভোর পড়ে ২৯৫ ম্যাচে ৩৯০ উইকেট শিকার করে দ্বিতীয় স্থানে আছেন লাসিথ মালিঙ্গা।
এছাড়া তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন যথাক্রমে সুনীল নারাইন (৩৩৪ ম্যাচে ৩৮২ উইকেট) ও ইমরান তাহির (২৯৩ ম্যাচে ৩৭০ উইকেট)। এদিকে পঞ্চম স্থানে আছেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার ৩০৮ ম্যাচ খেলে ৩৫৪ উইকেট শিকার করেন।
That 500 feeling!#CPL20 pic.twitter.com/k35kY0G8tb
— ESPNcricinfo (@ESPNcricinfo) August 26, 2020
The Original Champion @DJBravo47 knocks down two birds with a single shot! Rahkeem's wicket brings up #Bravo's historic 500th T20 scalp as well as his 100th @CPL wicket! ?? pic.twitter.com/Icqk17OUNQ
— Trinbago Knight Riders (@TKRiders) August 26, 2020