২০০৪ সালে বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলের মহামঞ্চে পদার্পণ ঘটে লিওনেল মেসি নামক এক লিকলিকে আর্জেন্টাইন বালকের। এরপর ফুটবলের সবুজ টার্ফে অপ্রতিরোধ্য মেসির ছুটে চলা, যার পায়ের প্রতিটি যাদুকরি টোকায় কেবলই বিস্ময়ে বিমোহিত হয়েছে ফুটবল দুনিয়া। আর ইতিহাসের পাতায় চলেছে রেকর্ড নথিভুক্তিতে সময়ের চরম ব্যস্ততা।
কথা ছিলো কৃতজ্ঞতা আর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠা মেসি-বার্সা যুগলের বিচ্ছেদ হবে সেদিনই যেদিন ফুটবলই ছেড়ে দেবেন মেসি। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্লাবের নানা অব্যবস্থাপনা ও দল গঠনে মেসির অসন্তুষ্টি ক্রমেই দূরত্ব সৃষ্টি করছিলো। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনেখের কাছে ৮-২ গোলের লজ্জাজনক পরাজয়ের পর বার্সেলোনাকে বিদায় বলেছেন মেসি।
[আরও পড়ুন-আইপিএলে মেসিকে দলে চান কলকাতা-দিল্লি!]
মেসির এমন বিদায়ে মেনে নিতে পারে নি ফুটবল ভক্তরা। যার প্রভাব দেখা গিয়েছে ক্রিকেট বিশ্বেও। ফুটবলার মেসিকে দলে ভেড়াতে চান জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ গুলোর দল। আইপিএলের পর এবার মেসিকে দলে নিতে চান হাস্যরসাত্মক বার্তা দিয়েছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দুই দল পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্স।
সামজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পেশোয়ার জালমি এক বার্তায় দেখা যায় পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহের চেহারাতে মেসির ছবি। আর সেই ক্যাপশনে তারা লিখেন, “ইয়াসির শাহ কি হাতে ট্যাটু করলেন নাকি মেসি আমাদের দলে যোগ দিলেন?”
Did Yasir Shah get a new tattoo or has Lionel Messi Joined the #YellowStorm ? ?#Zalmi #MessiLeavingBarca #messiOUT #banter pic.twitter.com/xZIjWsEv6G
— PeshawarZalmi (@PeshawarZalmi) August 26, 2020
এছাড়া লাহোর কালান্দার্স লিখেছেন “মেসি এখন আমাদের দলের।” সেই টুইটের ছবিতে দেখা লাহোরের জার্সি গায়ে মেসি।
#Messi is Qalandar now #DilSe#DamaDamMast #MainHoonQalandar pic.twitter.com/AQpFBTtOTT
— Lahore Qalandars (@lahoreqalandars) August 26, 2020