-
সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার কথা ছিল লাল বলের ক্রিকেটে সদ্য পা রাখা আফগানিস্তানের। কিন্তু কোভিড-১৯ এর কারণে সিরিজটি স্থগিত করা হয়। তবে আফগানদের স্বপ্ন পূরন হতে চলেছে এই বছরেই। ডিসেম্বরে অজিদে মুখোমুখি হবে তারা।
এ নিয়ে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, সিরিজটি নিয়ে অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সূচি চূড়ান্ত না হলেও দুপক্ষের আলোচনা অনেকটা এগিয়ে গেছে।
পরিস্থিতি অনুকূলে থাকলে ৭-১১ ডিসেম্বর পার্থে আফগানদের বিপক্ষে প্রথমবারের মতো লাল বলের ম্যাচ খেলতে পারে অস্ট্রেলিয়া।
কিন্তু প্রশ্ন এখন একটাই। ম্যাচটি গোলাপি বলের ডে-নাইট টেস্ট হবে নাকি দিনের বেলায় লাল বলের টেস্ট হবে। চূড়ান্ত সিদ্ধান্তটা জানা যাবে শিগগিরই।
আগের সূচী অনুযায়ী টেস্ট ম্যাচটি হওয়ার কথা ছিল ২১-২৫ নভেম্বর। স্থগিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই। কিন্তু বৈশ্বিক ক’রোনাভাইরাস মহামারীর কারণে একমাত্র টেস্ট ম্যাচটি পিছিয়ে যায়। এই ম্যাচটি আসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়। কেননা আফগানিস্তানের টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেনি।