বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার নিল ম্যাকেঞ্জি। পারিবারিক কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ৪৪ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার।
তবে তার হঠাৎই পদত্যাগ করাতে অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, কেন বারবার বিদেশি কোচরা চলে যান বা পদত্যাগ করেন! আর ম্যাকেঞ্জির পদত্যাগ করার পর বাংলাদেশের হেড কোচ ও ম্যাকেঞ্জির সতীর্থ রাসেল ডমিঙ্গো মনে করেন, পরিবার ছাড়া আসলে থাকাটা যে কোন বিদেশি কোচদের জন্যে কঠিন। সন্তানদের পড়াশোনা থাকে, তাদেরকেও সময় দিতে হয়। যার কারণে এক পর্যায়ে বিদেশি কোচরা চলে যান।
বাংলাদেশের এক গণমাধ্যমকে ডমিঙ্গো জানান, “ছোট ছোট ছেলেমেয়ে, পরিবার রেখে দূরদেশে টানা কাজ চালিয়ে যাওয়া খুব কঠিন। দেশে পরিবারকে সময় দিতে হয়। সন্তানদের স্কুল থাকে। স্ত্রীর চাকরি আছে।”
“সাজানো সংসার, আত্মীয়-পরিজন ছেড়ে দুই-তিন বছরের জন্য চাইলেই পরিবার নিয়ে ঢাকায় থাকা সম্ভব হয় না। যে কারণে ভালো সুযোগ-সুবিধা দেওয়ার পরও কোচরা চাকরি ছেড়ে দেন।”– যোগ করেন তিনি।