আগামী মাসে উয়েফা ন্যাশন কাপে দুটি ম্যাচ খেলার জন্য মাঠে নামবে জায়ান্ট জার্মানী। এই দুটি ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী স্পেন এবং সুইজারল্যান্ড।
আগামী ৩ সেপ্টেম্বর জার্মানী মুখোমুখি হবে স্পেনের। আর ৬ তারিখে মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। দুটি ম্যাচই হবে রাত ১২:৪৫ মিনিটের সময়।
এই দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে জার্মানী কোচ জোয়াকিম লো। এই দলে বায়ার্ন এবং লিপজিগে খেলা কোন তারকাকে রাখেননি তিনি।
ফলে জোসোয়া কিমিচ, গোরেৎজকা, ম্যানুয়েল ন্যয়ার, সার্জি গ্যানাব্রে, লুকাস কোস্টারম্যান, হালস্টেনবার্গ এই দুটি ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পায়নি।
বায়ার্ন মিউনিখ এবং লিপজিগ অনেক বেশি ম্যাচ খেলায় এই খেলোয়াড়দের বেশি ম্যাচ খেলতে হয়েছে। তাই তাদের বিশ্রাম দেয়ার জন্যই স্কোয়াডে রাখা হয়নি। তবে পিএসজির দুই জার্মান তারকাকে দলে নেয়ার কারণ হিসেবে লো জানিয়েছেন যে, তারা দীর্ঘ সময় বিশ্রাম পেয়েছিল এবং বিশ্রাম থেকে ফিরে খুব বেশি ম্যাচও খেলেনি।