ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবা ক’রোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম খবরটি নিশ্চিত করেছেন
ক’রোনা পজিটিভ হওয়ার কারণে ২৭ বছর বয়সী এই ফুটবলারকে ১৪ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে।।
এছাড়া টটেনহ্যামের ফ্রান্স মিডফিল্ডার এনডোম্বেলের দেহেও পাওয়া গেছে ক’রোনা ভাইরাসের উপস্থিতি।
এই দুজনেই আগামী মাসের প্রীতি ম্যাচের জাতীয় দলের ডাক পেয়েছিলেন। ফলে ৫ সেপ্টেম্বর শনিবার সুইডেনে ফ্রান্সের নেশনস লিগের খেলা এবং তিন দিন পর ক্রোয়েশিয়ার বিপক্ষে হোম ম্যাচটি মিস করবেন তারা।
পগবার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন রেনেসের মিডফিল্ডার ১৭ বছর বয়সী এডোয়ারডো কামাভিঙ্গা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফ্রান্সের দলে ডাক পাওয়া সবচেয়ে কমবয়সী ফুটবলার হলেন কামাভিঙ্গা।
তবে পোগবা ১৯ সেপ্টেম্বর ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ইউনাইটেডের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে খেলতে পারেন তিনি। এক্ষেত্রে ক’রোনা নেগেটিভ হলে তবেই সুযোগ পাবেন এই মিডফিল্ডার।