আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর টি-২০ তে ক্যারিয়ার সেরা বোলিংয়ে সিপিএলে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়টসকে ৬ উইকেটে হারিয়েছে সেন্ট লুসিয়া জুকস।
পোর্ট অব স্পেনে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সেন্ট লুসিয়া অধিনায়ক ড্যারেন স্যামি। অধিনায়ককে বল হাতে দারুণ সুচনা এনে দেন মোহাম্মদ নবী। ইনিংসের প্রথম ওভারেই নেন দুই উইকেট। ইনিংসের তৃতীয় আর নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে আরো ২ উইকেট নেন নবী। ফলে লুইস – ক্রিস লিনদের ১১ রানের মধ্যেই হারিয়ে বিপদে পড়ে সেন্ট কিটস। শেষ পর্যন্ত বেন ডাঙ্কের ৩৩ রানে মান বাঁচায় তারা। ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১০ রান।
নিজের শেষ ওভারে আরো ১ টি উইকেট নিয়ে টি-২০ ক্যারিয়ারের প্রথমবান পাঁচ উইকেট নেন মোহাম্মদ নবী। ৪ ওভারে রান দেন মাত্র ১৫।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে কর্নওয়ালের ব্যাটে ঝড়ো সূচনা পায় সেন্ট লুসিয়া। ১১ বলে ২৬ রানে কর্নওয়াল বিদায় নিলেও নাজিবুল্লাহ জাদরানের ৩৩ আর রস্টন চেজের অপরাজিত ২৭ রানে ১৪.৪ ওভারেই ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় সেন্ট লুসিয়া জুকস।
সংক্ষিপ্ত স্কোর:
সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়টস ১১০/৯(২০)
বেন ডাঙ্ক ৩৩(৩৭), আলজারি জোসেফ ২১(১৩)*।
মোহাম্মদ নবী ৫/১৫, কর্নওয়াল ১/১৪।
সেন্ট লুসিয়া জুকস ১১১/৪(১৪.৪)
নাজিবুল্লাহ জাদরান ৩৩(২৪), রস্টন চেজ ২৭(২৭)*।
ইমরান খান ৩/২৩, বেন ডাঙ্ক ১/২৯।