প্রায় এ বছর আগে পাকিস্তান ক্রিকেটে ইতিহাস গড়ে একই সাথে কোচ ও নির্বাচকের দায়িত্ব পান মিসবাহ উল হক। তিন বছরের চুক্তির এক বছর পূর্ণ হবে আগামী ৪ঠা সেপ্টেম্বর। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, সাবেক এই সফল ব্যাটসম্যানকে প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দেয়া হবে। তবে মিসবাহকে নির্বাচকের পদ থেকে সরিয়ে দেয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র।
পাকিস্তানি দৈনিক ডন কে সেই সূত্রটি জানিয়েছে, ‘আমরা এটা (মিসবাহকে নির্বাচক থেকে সরিয়ে দেয়া) নিয়ে কোন আলোচনা করিনি। আমাদের পরিকল্পনাতেও এই বিষয়টা নেই। সম্পূর্ণ ভিত্তিহীন একটা খবর।’
গত ২২শে আগস্ট ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) পিসিবির একটি সূত্রের বরাত দিয়ে করা প্রতিবেদনে লেখে, ‘পিসিবি মনে করছে মিসবাহর ওপর থেকে বোঝা কমানো প্রয়োজন। যাতে শুধু কোচিংয়ে মনোযোগ দিতে পারেন তিনি।কারণ আগামী কয়েক বছরে আইসিসি’র বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে।’