ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হওয়ার আর বেশি দিন বাকি নেই। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ সেপ্টেম্বর থেকেই মাঠে গড়ানোর কথা আইপিএলের ১৩তম আসর। তবে আসর শুরুর আগেই দুঃসংবাদ পেল আসরের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দল চেন্নাই সুপার কিংস।
ধোনির নেতৃত্বাধীন দলে ক’রোনায় আ’ক্রান্ত হয়েছেন ১০ সদস্য। যার মধ্যে একজন ক্রিকেটারও রয়েছে। তবে কোচিং স্টাফ নাকি কোন কর্মকর্তা এবং কোন ক্রিকেটার কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন তা জানানো হয়নি। যার কারণে চেন্নাইয়ের পুরো দলটিকে থাকতে হচ্ছে কোয়ারান্টাইনে।
দুই সপ্তাহ আইসোলেশনে থাকতে হবে ধোনির দলকে। এরপর আবারও দু’বার ক’রোনা টেস্ট করানোর পর যদি নেগেটিভ প্রমাণিত হয় তাহলে অনুশীলনে ফিরতে পারবেন তারা।
প্রসঙ্গত যে, ভারতে ক’রোনা পরিস্থিতি বেশ খারাপ থাকায় ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। মরুদেশে সকল দল পৌছালেও হুট করে ছোঁয়াচে ভাইরাসটি চেন্নাই দল ছোঁয়াতে দুশ্চিন্তা দানা বেঁধেছে আইপিএল কর্তাদের মনে।
Just in: At least 10 members of the Chennai Super Kings contingent have tested positive for Covid-19; one India player among them pic.twitter.com/wo4ls9y65V
— ESPNcricinfo (@ESPNcricinfo) August 28, 2020