দীর্ঘ ২০ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন দলটির সেরা তারকা লিওনেল মেসি। এবার আর্জেন্টাইন এই তারকার পরবর্তী গন্তব্য সম্পর্কে মুখ খুললেন তার বাবা এবং ব্যক্তিগত পরামর্শদাঁতা হোর্হে মেসি।
গত মঙ্গলবার নিজ ক্লাব বার্সেলোনাকে দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন মেসি। এরপরই বিশ্বসেরা ফুটবলারকে দলে ভেড়াতে হাত বাড়ায় ইউরোপের নামীদামী কয়েকটি ক্লাব।
মেসিকে দলে ভেড়াতে আগ্রহী দলগুলোর মধ্যে উপরের সারিতে আছে ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান এবং পিএসজি। যদিও ফ্রান্সের একটি সংবাদমাধ্যমের দাবি, ফরাসী ক্লাবটিকে ইতোমধ্যে নিজেদের মতামত জানিয়ে দিয়েছেন মেসির বাবা।
ফ্রান্সের অন্যতম সংবাদমাধ্যম এল ইকুইপের প্রতিবেদন মোতাবেক আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির বাবা লিওনার্দোকে জানিয়ে দিয়েছেন যে, এরই মধ্যে ম্যান সিটিকে বেছে নিয়েছেন মেসি। যেখানে পুনরায় গার্দিওলার অধীনে খেলার সুযোগ পাবেন মেসি।