লিওনেল মেসির ক্লাব ছাড়ার খবর চাউর হওয়ার পর থেকেই তার পরবর্তী গন্তব্য সম্পর্কে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা। সকল দল যেখানে মেসিকে চাইছে, ঠিক তখনই লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ মেসিকে দলে ভেড়ানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন। মূলত আর্থিক অবস্থা বিবেচনায় নিয়েই অল রেড বসের এমন ভাবনা।
আরও এক মৌসুম পরে অর্থ্যাৎ ২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত কাতালান ক্লাবটির সঙ্গে রয়েছে মেসির বর্তমান চুক্তির মেয়াদ। তবে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ের শেষ আটের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে রেকর্ড ব্যবধানে হারের পর গত মঙ্গলবার এক ফ্যাক্স বার্তায় কর্তৃপক্ষের কাছে ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।
আসছে মৌসুমের প্রথম শিরোপা লড়াইয়ে আগামী শনিবার আর্সেনালের মুখোমুখি হবে লিভারপুল। ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে কমিউনিটি শিল্ডের ম্যাচটি।
ম্যাচ পূর্ববর্তী দিনের সংবাদ সম্মেলনে ওঠে মেসি প্রসঙ্গ। এরই এক পর্যায়ে নিজের ভাবনার কথা জানান ৩০ বছর পর অল রেড নামে পরিচিত দলটির লিগ শিরোপা জেতানো ক্লপ।
“মেসিকে কে তার দলে চায় না? তবে অত বড় অঙ্কের অর্থ দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তবে সে দারুণ এক খেলোয়াড়।”