স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের এক নম্বর রাইটব্যাক দানি কার্বাহাল। রিয়াল মাদ্রিদে খেলার সুবাধে প্রতি মৌসুমে নুন্যতম দুটি ম্যাচ খেলা লাগে বার্সালোনার বিপক্ষে। আর এই ম্যাচগুলোতে লিওনেল মেসিকে ডিফেন্ড করা লাগে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারদের।
তবে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার দানি কার্বাহাল কিন্তু মুখোমুখি হওয়া তারকাদের মধ্যে সবচেয়ে কঠিন বললেন ব্রাজিলিয়ান ও সাবেক বার্সা তারকা নেইমারকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়াল তারকাকে প্রশ্ন করা হয় যে, কোন ফরোয়ার্ডকে আটকাতে তাকে সবচেয়ে বেশি কষ্ট করতে হয়েছে?
কার্বাহাল বলেন, “নেইমারকে আটকানোটাই সবচেয়ে বেশি কঠিন ছিল। নেইমার খুব এক্সক্লুসিভ প্লেয়ার এবং টেকনিক্যালি খুব ভালো। সে গতিতে আক্রমন করে এবং সে স্কোর করতে পারে। তাকে আটকানো সত্যিই কঠিন।”