কমিউনিটি শিল্ডের ফাইনালে আজ রাতে মাঠে নামছে লিভারপুল। বাংলাদেশ সময় রাত ৯.৩০ মিনিটে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে ইয়ুর্গেন ক্লপের দল।
মাত্র ২৯ দিন পূর্বে এই মাঠেই এফএ কাপের শিরোপা জেতে আর্সেনাল। শিরোপা জয়ের মহারনে চেলসিকে পরাজিত করে মিকেল আর্তেতার দল।
অপরদিকে বিগত মৌসুমে প্রভাব বিস্তার করে ৩০ বছর পর লিগ শিরোপা জেতে লিভারপুল। আর্সেনালের সাথে ক্লপের দলের পয়েন্টের ব্যবধান ছিলো ৪৩ পয়েন্ট!
আজকের ম্যাচে শিরোপা জিতবে কোন দল। ইপিএলের চ্যাম্পিয়ন লিভারপুল নাকি এফএ কাপের শিরোপা জেতা আর্সেনাল। জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘন্টা!