ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট লিগ ভাইটালিটি টি-২০ ব্লাস্টে এবারও খেলবেন বিশ্বের নাম্বার ওয়ান টি-২০ ব্যাটসম্যনন বাবর আজম। এক বিবৃতিতে তার কাউন্টির দল সমারসেট খবরটি নিশ্চিত করেছে।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) ক্লাবটির সঙ্গে যোগ দেওয়ার কথা ডানহাতি এই ব্যাটসম্যানের। ৪ অক্টোবর পর্যন্ত সমারসেটের হয়ে খেলবেন এই ডানহাতি ব্যাটসম্যান। গ্রুপ পর্বের শেষ ৭ ম্যাচ ও সমারসেট নকআউট অব্দি গেলে সেখানেও খেলবেন বাবর।
আন্তর্জাতিক ক্রিকেটের মতো ২০১৯ সালটা কাউন্টি গ্রাউন্ডে দারুণ কাটান বাবর। ওই মৌসুমে ভাইটালিটি ব্লাস্টে শীর্ষ রান সংগ্রহকারীদের একজন ছিলেন তিনি। টুর্নামেন্টে ৫২.৫৪ গড়ে ৫৭৮ রান করেন ডানহাতি ব্যাটসম্যান।
মাত্র ১৩ ইনিংসে এ রান করেন বাবর। পথিমধ্যে এক সেঞ্চুরি ও চার হাফসেঞ্চুরি হাঁকান তিনি। সর্বসাকল্যে তার উইলো থেকে আসে ৬০টি চার ও ১৪টি ছক্কা।
গতবছর ব্যাট হাতে দারুণ অবদানের জন্যই তাকে ধরে রেখেছে সমারসেট। ক’রোনার কারণে বিদেশী অনেক ক্রিকেটারকে ছেড়ে দিলেও বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটসম্যানকে ছেড়ে দেয়নি সমারসেট।
BREAKING: It's official! Babar Azam will play for Somerset in the 2020 Vitality Blast!! ?
DETAILS ⤵️⤵️⤵️#WeAreSomerset @babarazam258 | @TheRealPCB
— Somerset Cricket ? (@SomersetCCC) August 29, 2020