ক্রিকেটে বোলাররা নো বল করলে ব্যাটসম্যানদের ফ্রি হিট সুবিধা দেয়া হয়। এই নিয়মের পাশাপাশি এবার বোলারদের জন্য ফ্রি বলের নিয়ম চালুর প্রস্তাব করেছেন ভারতীয় বোলার রবিচন্দন অশ্বিন। কোনো নন-স্ট্রাইক ব্যাটসম্যান যদি বোলার বল করার আগেই দাগ ছেড়ে বের হয় তখন ফ্রি বল দেয়া উচিত বলে মনে করেন তিনি।
ফ্রি হিটে ব্যাটসম্যান রান আউট ছাড়া আর কোনোভাবে আউট হতে পারেন না। অতিরিক্ত বলকে কাজে লাগিয়ে ব্যাটসম্যান সহজেই ছক্কা হাঁকানোর সুযোগ পান। অশ্বিনের প্রস্তাব, ফ্রি-বলে ব্যাটসম্যান আউট হলে সেই দলের যেন পাঁচ রান কর্তন করা হয়!
সম্প্রতি নিজের টুইটার একাউন্টে অশ্বিন লিখেছেন, ‘বোলারদের জন্য ফ্রি-বল চালু হোক। যদি সেই বলে ব্যাটসম্যান আউট হয়, তবে ব্যাটিং দলের পাঁচ রান কর্তন করা হোক।’
তিনি আর লিখেছেন, ‘ফ্রি হিট ব্যাটসম্যানদের জন্য নাটকীয়তার সুযোগ করে দেয়। এখন থেকে বোলারদেরকেও সেই সুযোগটা দেয়া হোক।’
আইসিসি অশ্বিনের এই দাবি মানে কি না সেটাই এখন দেখার। গত আইপিএলে জস বাটলারকে মানকাড আউট করার পর থেকেই মূলত বল ছাড়ার আগে ব্যাটসম্যানদের ক্রীজ ছেড়ে যাওয়ার বিপক্ষে সোচ্চার হয়েছেন অশ্বিন।