ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজেদের ষষ্ঠ ম্যাচে গ্লেন ফিলিপসের দারুণ ব্যাটিংয়ে সেন্ট কিটসের বিপক্ষে ৩৭ রানে জয় পেয়েছে জ্যামাইকা তালাওয়াস।
পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৭ রান করেছিল জ্যামাইকা। ওপেনার ফিলিপস ৬১ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। ২টি চারের সঙ্গে মেরেছেন ৬টি ছক্কা। সেন্ট কিটসের পক্ষে রিয়াদ এমরিত নেন ৩ উইকেট।
জবাব দিতে নেমে ২ বল বাকি থাকতেই ১১০ রানে গুটিয়ে যায় সেন্ট কিটসের ইনিংস। সর্বোচ্চ ২১ রান করে আসে কিয়েরন পাওয়েল ও এভিন লুইসের ব্যাট থেকে।
জ্যামাইকার পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন কার্লোস ব্র্যাথওয়েট। ২টি করে উইকেট নিয়েছেন ফিদেল এডওয়ার্ড, ভেরাসামি পারমল ও সন্দিপ লামিচানে।
দারুণ ইনিংসে ম্যাচসেরা হয়েছেন গ্লেন ফিলিপস। আর তৃতীয় জয়ে জ্যামাইকা ওঠে গেছে টেবিলের তৃতীয় স্থানে। অন্যদিকে ছয় ম্যাচের মধ্যে পঞ্চম হারে তলানিতে অবস্থান সেন্ট কিটসের।
সংক্ষিপ্ত স্কোর:
জ্যামাইকা তালাওয়াস ১৪৭/৬(২০)
গ্লেন ফিলিপস ৭৯(৬১), জার্মেইন ব্লাকউড ২৭(২৬)
রিয়াদ এমরিত ৩/৩২, ইমরান খান ১/৭
সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়টস ১১০/১০(২০)
পাওয়য়েল ২১(২৭), ইভেন লুইস ২১(১৬)
কার্লোস ব্রাথওয়েট ৩/১১, পারমল ২/২০।