দর্শক হয়ে চার মাস মাঠের বাইরেই থাকতে হবে ইংলিশ ব্যাটসম্যান অলি পোপকে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাঁ কাঁধে চোট পেয়েছিলেন ২২ বয়সী এই ক্রিকেটার।
সাউদ্যাম্পটনে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টের চতুর্থ দিনে মাঠে ডাইভ দেন পোপ। সেই ডাইভই কাল হয়ে দাঁড়ায়। তার বাম কাঁধের হাড় স্থানচ্যুত হয়ে পড়ায় জটিল ইঞ্জুরির সৃষ্টি হয়েছে। যেকারণে কোনোভাবেই সারিয়ে তুলতে পারছেন না। তাই সহসা মাঠেও দেখা যাবে না ইংল্যান্ডের এ তারকা ব্যাটসম্যানকে
আগামী কয়েক সপ্তাহের মধ্যে অস্ত্রোপচার করাবেন সারের এ ব্যাটসম্যান। ধারণা করা হচ্ছে, ২০২১ সালের শুরুতে শ্রীলঙ্কা ও ভারত সফরের আগে ফিট হয়ে যাবেন তিনি। ফলে এ বছর আর মাঠে নামা হচ্ছেনা তার।
২০১৯ সালে একই কাঁধে চোট পেয়ে ছিলেন পোপ। অস্ত্রোপচারের পর তখন মৌসুমের সিংহভাগই মিস করে ছিলেন তিনি।