স্প্যানিশ ক্লাব বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসির রিলিজ ক্লজের মেয়াদ শেষ হয়ে যাওয়ার দাবি করেছে স্পেনের শীর্ষ রেডিও দৈনিক ক্যাদেনা সার। তাদের দাবি সত্যি হলে একবারে বিনামূল্যেই দলবদলের কাজ সারতে পারবেন মেসি।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সাথে করা মেসির চুক্তিপত্রের একটি কপি তারা হাতে পেয়েছে। চুক্তিতে বলা হয়েছে, শেষ মৌসুমটা (২০২০-২১) মেসির জন্য ঐচ্ছিক। মানে তিনি চাইলে থাকতে পারেন, আবার না-ও পারেন। আর এ সময়ে কার্যকর হবে না তার রিলিজ ক্লজ।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে মৌসুমের সমাপ্তি ঘটেছে। ইউরোপের সব দেশেই নতুন মৌসুমের (২০২০-২১) জন্য শুরু হয়েছে তোড়জোড়। বার্সেলোনাও আগামীকাল সোমবার থেকে অনুশীলনে ফিরতে যাচ্ছে। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে বার্সার সঙ্গে চুক্তির শেষ মৌসুমে পা রাখতে যাচ্ছেন মেসি।
ক্যাদেনা সারের প্রকাশিত প্রতিবেদন অনুসারে, যদি শেষ মৌসুমটা মেসির জন্য ঐচ্ছিক হয়, তাহলে রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করা ছাড়াই নতুন ক্লাবে পাড়ি জমাতে পারবেন তিনি।