ঘটনাটি ২০১৬ সালের ৩১ অক্টোব, সিরিজের প্রথম টেস্টে বেন স্টোকসের দুর্দান্ত পারফরম্যান্সে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেও ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছিলেন তিনি। ২৫ রান করে দলের হাল ধরার চেষ্টা করছিলেন তিনি। তার শক্তিশত্তা সম্পর্কে সাকিব আল হাসানের ধারণা আছে। দুর্দান্ত এক ডেলিভারিতে স্টোকসকে পরাস্ত করেন সাকিব। উদযাপনটা স্যালুটের মাধ্যমেই করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আর সাকিবের এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সাকিবের স্ত্রী শিশির জানান, ঘরেও নাকি এভাবে তাকে স্যালুট করে থাকেন এই ক্রিকেটার। নিজের ফেসবুক পেজে শিশির লিখেছেন, ‘হ্যাঁ, ঘরে এভাবেই সে (সাকিব) আমাকে স্যালুট দেয়।’
উল্লেখ্য, মেহেদী হাসান মিরাজ ও সাকিবের অসাধারণ বোলিং নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংলিশদের হারিয়ে ১০৮ রানের জয় পায় টাইগাররা।