ইউএস ওপেন শুরুর আগের দিনে নিজের প্রস্তুতিটা দারুণভাবে সারলেন বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। ওয়েস্টার্ন এন্ড সাউদার্ন ওপেনের ফাইনালে কানাডার মিলস রাওনিককে ২-১ সেটে হারিয়ে শিরোপা জিতেছেন জোকো।
এই শিরোপাটি জোকোভিচের ক্যারিয়ারের ৮০তম। এটিপি মাস্টার্স শিরোপা জয়ের ক্ষেত্রে নাদালের সর্বকালের রেকর্ডেও (৩৫টি) ভাগ বসিয়েছেন তিনি।
ক’রোনা থেকে সুস্থ হয়ে এই টুর্নামেন্ট দিয়েই কোর্টে ফেরেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। তাই এই টুর্নামেন্ট নিয়ে দর্শকদের ছিলো বাড়তি প্রত্যাশা।
নোভাকের বিপক্ষে প্রথম সেটেই দারুণ প্রভাব বিস্তার করে খেলতে থাকেন বিশ্বের ৩০তম বাছাই মিলস রাওনিক। সেই ধারায় নম্বর ওয়ানের বিপক্ষে প্রথম সেট ৬-১ ব্যবধানে জেতেন রাওনিক। তবে পরের সেটে দুর্দান্ত লড়াই করে স্বরূপে ফেরেন জোকো। জিতে যান ৬-৩ গেমে। শেষ সেটে নোভাকের শক্তিশালী ফোরহ্যান্ডের কাছে হেরে যান রাওনিক। ৬-৪ গেমে জিতে বিজয়ের মুকুট পড়েন জোকো।