প্রথম অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫০+ উইকেট ও ২০০০ রান করার রেকর্ড গড়েছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
আজ (৩০ আগস্ট) ম্যানচেষ্টারে দ্বিতীয় টি-২০ তে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও পাকিস্তান। এ ম্যাচেই অনন্য এই মাইলফলকে নাম লিখিয়েছেন হাফিজ।
২০০০ রানের মাইলফলক থেকে ৮ রান দূরে থেকে ব্যাটিংয়ে নামেন হাফিজ। ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলে সাকিব মাহমুদকে লম্বা ছক্কা হাঁকিয়ে এই মাইলফলক অতিক্রম করেন হাফিজ।
টি-২০ ক্রিকেটের নবম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ডে নাম লেখালেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। এমন রেকর্ডে পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার তিনি। তার আগে পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়িয়েছিলেন শোয়েব মালিক।
এদিন ইংলিশদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেন হাফিজ। মাত্র ২৬ বলে ফিফটি পূরণ করে ৩৬ বলে ৫ বাউন্ডারি আর ৪ ছক্কায় ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। বর্তমানে তার রান সংখ্যা ২’০৬১।
সিরিজের দ্বিতীয় টি-২০তে হাফিজ আর বাবর আজমের ফিফটিতে ইংলিশদের ১৯৬ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান।