ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এক সপ্তাহের মধ্যে গায়ানার রেকর্ড ভেঙে সবচেয়ে কম রানে প্রতিপক্ষকে আটকে দিয়ে ম্যাচ জেতার রেকর্ড গড়েছেন ড্যারেন স্যামিরা।
রোববার (৩০ আগস্ট) সিপিএলে নিজেদের সপ্তম ম্যাচে মাত্র ৯২ রান করেও বার্বাডোসকে ৩ রানে হারিয়ে সিপিএল ইতিহাসে সবচেয়ে কম রান করে জয়ের রেকর্ড গড়েছে সেন্ট লুসিয়া।
এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে দ্রুতই একের পর এক উইকেট হারাতে থাকে সেন্ট লুসিয়া জুকস। উইকেটে দাঁড়াতেই পারেননি ফ্লেচার – নবীরা। এদিনও ব্যর্থ হন অধিনায়ক ড্যারেন স্যামি। ইনিংসের ২ ওভার আগেই সেন্ট লুসিয়া অলআউট হয় ৯২ রানে। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন নাজিবুল্লাহ জাদরান। বার্বাডোসের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ওয়ালষ জুনিয়র।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ হয়নি বার্বাডোসের। জনসন চার্লস ও শাই হোপের সাবধানী ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে আসে ৩২ রান। হোপ ১৪ রান করে বিদায় নিলেও দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন চার্লস। তবে অপরপ্রান্তে ফিরে যান একের পর এক ব্যাটসম্যান।
দলীয় ৬৩ রানে চার্লস ৩৯ রান করে বিদায় নিলে রানের গতি নিচের দিকে নামতে থাকে। কোরি আন্ডারসনের টেস্ট সুলভ ব্যাটিং (২০ বলে ১১) দলকে বিপদের দিকে ঠেলে দেয়। শেষ দুই ওভারে বলে বলে রান প্রয়োজন হলেও শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৮৯ রানে থামে বার্বাডোস ট্রাইডেন্টস।
এর আগে এবারের আসরেই মাত্র ১১৮ রানে জ্যামাইকা তালাওয়াসকে ১৪ রানে হারিয়ে ইতিহাস গড়েছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
সংক্ষিপ্ত স্কোর:
সেন্ট লুসিয়া জুকস ৯২/১০(১৮.০)
নাজিবুল্লাহ জাদরান ২২(৩২), লেনিকো বাউচার ১৮(২০)
ওয়ালশ জুনিয়র ৩/১৯, রেইমন রেইফার ২/৫।
বার্বাডোস ট্রাইডেন্টস ৮৯/৭(২০)
জনসন চার্লস ৩৯(৪২), শাই হোপ ১৪(১৮)
জেভিলি গ্লিন ২/১১, কেসরিক উইলিয়ামস ২/১২।
THE ZOUKS HAVE PULLED IT OFF! THE LOWEST DEFENDED TOTAL IN THE HISTORY OF HERO CPL!#CPL20 #CricketPlayedLouder #BTvSLZ
— CPL T20 (@CPL) August 30, 2020