জার্মানির বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রবার্ট লেভানদোস্কি। সাংবাদিকদের ভোটে জার্মানিতে খেলা দেশি-বিদেশি ফুটবলারদের মধ্যে সবার চেয়ে সেরা নির্বাচিত হয়েছেন এই তারকা।
জার্মানির বিখ্যাত কিকার ম্যাগাজিনের আয়োজনে প্রতিবছর দেওয়া হয়ে থাকে এই পুরস্কার। জার্মানির সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকে সেরা খেলোয়াড়।
মোট ভোটের মধ্যে সর্বোচ্চ ২৭৬ ভোট পেয়েছেন লেভানদোভস্কি। ৫৪ ভোট পেয়ে দ্বিতীয় সেরা নির্বাচিত হয়েছেন থমাস মুলার, তৃতীয় হওয়া জশুয়া কিমিচ পেয়েছেন ৪৯ ভোট।
ব্যক্তিগত পারফরম্যান্সের দিক দিয়ে ইউরোপীয় ফুটবলের সদ্য শেষ হওয়া মৌসুমের সেরা ফুটবলার রবার্ট লেভানদোস্কি। গত মৌসুমে বুন্দেসলিগা (৩৪ গোল), জার্মান কাপ (৬ গোল) ও চ্যাম্পিয়ন্স লিগে (১৫ গোল) সর্বোচ্চ গোলদাতা ছিলেন লেভানদোস্কি। সব প্রতিযোগিতা মিলে ৪৭ ম্যাচে করেন ৫৫ গোল।