২০২৩ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। প্রতিবেশী দেশে বিশ্বকাপ আয়োজনের ফলে টাইগারদের দারুণ কিছু করার সম্ভাবনা দেখেন অনেকেই। টাইগারদের সদ্য সাবেক হওয়া ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি মনে করেন, টাইগাররা স্বাভাবিকভাবেই দারুণ কিছু করবেন। সেই সাথে এই বিশ্বকাপ শিরোপা টাইগারদের জেতারও সম্ভাবনা দেখছেন ম্যাকেঞ্জি।
সম্প্রতি, অনলাইন গণমাধ্যম রাইজিং বিডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৩ বিশ্বকাপে টাইগাররা কেমন পারফর্ম করতে পারেন এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তামিমদের সাবেক গুরু।
ম্যাকেঞ্জি বলেন, ‘বিশ্বকাপ কিন্তু অনেক চাপের। তবে সিনিয়র ক্রিকেটারদের হারানোর কিছু নেই। তারা ভয়ডরহীন ক্রিকেট খেলবে। যেমনটা ভয়ডরহীন ক্রিকেটই খেলেছে অনূর্ধ্ব-১৯ দল, যারা বিশ্বকাপ জিতেছিল। তারা নক আউট স্টেজে নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ফাইনালে তো ভারতকেই হারিয়েছে। এটা এসেছে তাদের বিশ্বাস এবং জয়ের ক্ষুধা থেকে।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, এখনকার জাতীয় দলও অনেক উন্নতি করবে। আসছে বিশ্বকাপে বাংলাদেশ অনেক ম্যাচ উইনারের পাশাপাশি, সিরিয়াস ক্রিকেটারদের নিয়ে পাড়ি জমাবে। আমি মনে করি, বাংলাদেশের দারুণ সুযোগ আছে। কন্ডিশনও অনেকটা বাংলাদেশের মতো। তিন বছর এখনো অনেক দূর। তবে এই দলের প্রতিভা, আত্মবিশ্বাস এবং এই দলের ক্রিকেটারদের মানসিকতা অনেক উঁচুতে থাকবে বলে আমার বিশ্বাস। কে জানে, ২০২৩ বিশ্বকাপের শিরোপা বাংলাদেশেও তো আসতে পারে?’