জাতীয় দলের সাবেক স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম সপরিবারে ক’রোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংবাদমাধ্যমকে বিষয়টি নিষিদ্ধ করেছেন আসলাম নিজেই।
বেশ কিছুদিন ধরে হালকা জ্বর অনুভব করায় ডাক্তারের পরামর্শে পরিবারের সবার ক’রোনা পরীক্ষা করান ৮০’র দশকের এই ফুটবলার। যেখানে তার নিজের, স্ত্রীর, মেয়ে ও শাশুড়ির তথা সবারই ক’রোনা পজিটিভ আসে।
এ ব্যাপারে আসলাম বলেন, ‘তিন-চার দিন আগে পরীক্ষা করিয়েছিলাম। আমার, স্ত্রী, মেয়ে ও শাশুড়ির পজিটিভ এসেছে। ’
আসলামের ফুটবল ক্যারিয়ারের সূচনা হয় ১৯৭৭ সালে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে। এরপর খেলেছেন দেশের সেরা দুই ক্লাব আবাহনী-মোহামেডান দুই দলেই। তবে আবাহনীতেই কাটিয়েছেন বেশির ভাগ সময়।
জাতীয় দল, লাল দল ও বাফুফে একাদশ মিলে ২৮টি আন্তর্জাতিক গোল আসলামের। ২০০০ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পান আসলাম।