২০০৮ সালে আইপিএল শুরুর সময়ে কলকাতা নাইট রাইডার্সে কোচের দায়িত্বে ছিলেন বুকানন। অধিনায়ক ছিলেন গাঙ্গুলি। দুজনের সম্পর্কটা মোটেও মধুর ছিল না। বুকাননের নাইট রাইডার্স অধ্যায় ছিল বিতর্কিত। এনিয়ে তখন তোলপাড় হয়েছে অনেক।
২০০৮ ও ২০০৯ সালে কলকাতার কোচ হিসেবে থাকা বুকানন ২০১০ আসরের আগে ছাঁটাই হন। আইপিএলের প্রথম আসরে কলকাতার অধিনায়ক ছিলেন সৌরভ। পরের আসরে সৌরভকে অধিনায়কেরে পদ থেকে বসিয়ে দিয়েছিলেন বুকানন। এনেছিলেন একাধিক অধিনায়ক তত্ত্ব।
সেই বুকাননের দাবি, সৌরভ গাঙুলি টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য উপযুক্ত ছিলেন না। সম্প্রতি স্পোর্টস্টারকে এমনটা বলেন সাবেক অস্ট্রেলিয়ান কোচ।
বুকানন বলেছেন, “টি-২০ ক্রিকেটে অধিনায়ককে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তাছাড়া অধিনায়ককে এই খেলার উপযোগী হতে হবে। সৌরভ টি-২০ খেলার উপযুক্ত ছিল না। টি-২০ ক্রিকেটে অধিনায়ক হওয়ার মতো সঠিক ব্যক্তিও সৌরভ ছিল না। আমি মাল্টি ক্যাপ্টেন্সিতে বিশ্বাস রেখেছিলাম। কারণ একজন ক্যাপ্টেন এত দ্রুত কত দিক দেখবে! মাল্টি ক্যাপ্টেন্সিতে দলের লাভ হয়। আর ধীরে ধীরে ক্রিকেট কিন্তু সেদিকেই এগোচ্ছে।”