২০২০ সাল কাতালান ক্লাব এফসি বার্সেলোনার জন্য দুঃস্বপ্নের মতো। এই মৌসুমে বার্সেলোনা শিবিরে যোগ হয়নি একটিও শিরোপা। চ্যাম্পিয়নস লীগে বায়ার্নের সাথে হেরেছে ৮-২ এর বিশাল লজ্জায়। এরপরই ব্যুরোফ্যাক্সে মেসি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত বোর্ডকে জানিয়েছেন। আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আগামী বুধবার পর্যন্ত।
মেসি চলে গেলে বার্সেলোনার সাথে সাথে ক্ষতিগ্রস্ত হবে লালীগা কতৃপক্ষও। তাইতো মেসিকে আটকাতে বার্সেলোনার পাশে দাঁড়িয়েছে লালীগা কতৃপক্ষ। সাফ জানিয়ে দিয়েছে রিলিজ ক্লজের সম্পূর্ণ অর্থ না দিলে ক্লাব ছাড়তে পারবেন না লিও মেসি। মেসির রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন, যা কিন যেকোনো ক্লাবের পক্ষে দেয়াই অসম্ভব! মেসিকে আটকাতে বার্তামেউ এর বোর্ডও প্রস্তুত পদত্যাগে। এরকম অসংখ্য অজুহাত,অনুরোধও উঠেছে গুঞ্জনের তালিকায়।
স্প্যানিশ পত্রিকা মুন্ডো দেপোর্তিভোর বরাত দিয়ে জানা গেছে বার্সেলোনা বোর্ড নিয়মিত যোগাযোগ রাখছেন মেসির পিতা হোর্হে মেসির সাথে। সেই সূত্রে জানা গেছে আগামী বুধবার বোর্ডের সাথে আনুষ্ঠানিকভাবে বসতে যাচ্ছেন লুও মেসি। লিও মেসি থাকবেন কি না সেটিও নির্ধারিত হবে সেদিনই। এমন গুঞ্জনও উঠেছে মেসিকে খুশি রাখতে পদত্যাগের মত সিদ্ধান্তও নিতে অয়ারে বার্সার পুরো বোর্ড। বার্তামেউ এর বোর্ড থাকবে নাকি মেসি? এটিই এখন দেখার বিষয়।
শুধুই কাতালানরা নন, পুরো বিশ্ব অবাক বিস্ময়, কৌতুহল আর উৎক