নতুন মৌসুম শুরুর আগেই আলোচনায় স্প্যানিশ লা লিগা।
মেসির দল ছাড়ার গুঞ্জন নিয়েই মেতে আছে গোটা ফুটবল দুনিয়া। এরই মধ্যে আরও একটি উত্তেজনাকর খবর প্রকাশ করলো লিগ কর্তৃপক্ষ। জানিয়ে দিলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দৈরথ রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যকার খেলা মাঠে গড়ানোর আনুষ্ঠানিক সময়সূচি।
Clasico dates for 2020/21 are confirmed ⚔️ pic.twitter.com/aWBUI9OolF
— B/R Football (@brfootball) August 31, 2020
আসছে ২০২০-২০২১ মৌসুমে স্প্যানিশ লিগের প্রথম এল ক্ল্যাসিকো তথা রিয়াল-বার্সার উত্তেজনাকর দৈরথ অনুষ্ঠিত হবে বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৫ অক্টোবর।
স্পেনের শীর্ষ লিগের সবচেয়ে আকর্ষণীয় লড়াই ‘এল ক্লাসিকোর’ ফিরতি লেগ হবে ১১ এপ্রিল, রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।
আর মাত্র দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে লিগ শুরু হবে স্পেনে। ১২ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে খেলা যার প্রথম রাউন্ডে বার্সেলোনা খেলবে শীর্ষ লিগে উঠে আসা এলচের বিপক্ষে। অপরদিকে বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালেরও প্রথম ম্যাচ তাদের ঘরের মাঠেই। গেতাফের বিপক্ষে খেলবে জিনেদিন জিদানের দল।