ছয় বছর পর আবারও সেভিয়ায় ফিরছেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান রাকিটিচ। গত ছয় বছর স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি।
রাকিটিচকে দলে ভেড়ানোর ব্যাপারে ইতোমধ্যেই সম্মত হয়েছে সেভিয়া কর্তৃপক্ষ। আজই মেডিকেল সম্পন্ন হওয়ার কথা ছিলো এই তারকা মিডফিল্ডারের।
স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার মতে সেভিয়ায় যোগ দেওয়া থেকে মাত্র এক কদম দূরে আছেন রাকিটিচ।
সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলা রাকিটিচের বার্সার সাথে চুক্তির মেয়াদ আরও একবছর থাকলেও এখনই ক্লাব ছাড়ছেন তিনি। নতুন কোচ রোনাল্ড কোম্যানের পরিকলনায় না থাকাতেই মূলত ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা।
২০১৪ সালে কাতালান ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ব্লগ্রানাদের হয়ে সর্বমোট ৩১০টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি।
এই ছয় মৌসুমের মধ্যে রাকিটিচ বার্সার হয়ে ৪টি লা লিগার শিরোপা জিতেছেন। সেই সাথে আরও ৪ বার কোপা দেল রে’র মুকুটও জয় করেছেন। এছাড়া তার গোলেই ২০১৫ সালের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও নিজেদের করে নেয় কাতালানরা।